Nabadhara
ঢাকারবিবার , ১৯ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনা জেলা কারাগারে দুই গ্রুপের সংঘর্ষ, তিন হাজতি কাশিমপুরে স্থানান্তর

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
অক্টোবর ১৯, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

খুলনা জেলা কারাগারের ভেতরে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা কারাগারের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। নিরাপত্তাজনিত কারণে ঘটনাস্থল থেকে তিন হাজতিকে ঢাকার কাশিমপুর উচ্চ নিরাপত্তা কারাগারে স্থানান্তর করা হয়েছে।

 

রোববার (১৯ অক্টোবর) কড়া পুলিশ পাহারায় প্রিজন ভ্যানে করে তাদের কাশিমপুরে পাঠানো হয়। স্থানান্তরিত তিন হাজতি হলেন—গ্রেনেড বাবুর ভাই রাব্বি চৌধুরী, কালা তুহিন এবং জিতু।

 

খুলনা জেলা কারাগারের জেল সুপার নাসির উদ্দীন প্রধান জানান, শনিবার (১৮ অক্টোবর) বিকেলে কারাগারের ভেতরে গ্রেনেড বাবু ও কালা তুহিন গ্রুপের সদস্যদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। “পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে কারা কর্তৃপক্ষ তৎপর হয়,” তিনি জানান।

 

তিনি আরও উল্লেখ করেন, কারাগারের ভেতরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে। প্রাথমিক তদন্তে যাদের নাম পাওয়া গেছে, তাদের ধাপে ধাপে ঢাকায় পাঠানো হবে।

 

কারাগার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কারাগারের অভ্যন্তরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রেনেড বাবু গ্রুপ ও কালা তুহিন গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। শনিবারের সংঘর্ষ ছিল সেই পুরনো দ্বন্দ্বেরই পরিণতি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।