Nabadhara
ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নদীতে মরদেহের সারি, বাড়ছে হত্যার প্রমাণ

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২৫ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদ-নদীগুলোতে গত এক বছরের তুলনায় চলতি বছরে মরদেহ উদ্ধারের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। নৌ-পুলিশ বলছে, উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে হত্যাকাণ্ডজনিত মৃত্যুর সংখ্যাই বেশি। এ ছাড়া অনেক লাশের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

নৌ-পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্যমতে, গত ২২ মাসে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর জেলার বিভিন্ন নদী থেকে ৭৩টিরও বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৭টি মরদেহের পরিচয় অজ্ঞাত রয়ে গেছে। ২০২4 সালে যেখানে মোট ৩৪টি মরদেহ উদ্ধার হয়েছিল, সেখানে ২০২৫ সালের প্রথম ১০ মাসেই উদ্ধার হয়েছে ৩৯টি মরদেহ, যা আগের বছরের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

খুলনা নৌ-অঞ্চলের পুলিশ সুপার ড. মঞ্জুর মোর্শেদ বলেন, “নদীতে উদ্ধার হওয়া মৃতদেহগুলো আমরা তিনটি ভাগে শ্রেণিবদ্ধ করি— দুর্ঘটনাজনিত, আত্মহত্যাজনিত ও হত্যাজনিত। আমাদের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, হত্যার ঘটনাই সবচেয়ে বেশি। অনেক সময় নদীতে নবজাতকের মৃতদেহও ভেসে ওঠে, যেগুলোর মধ্যে এক-দুই দিন বয়সী শিশু থাকে, যাদের মা-বাবাই ফেলে যায়।”

তিনি আরও জানান, “স্থলভাগে হত্যার পর আলামত নষ্ট করতে নদীতে লাশ ফেলে দেওয়ার প্রবণতা বেড়েছে। লোকবল সংকটের কারণে স্থলভাগ-সংক্রান্ত অপরাধচক্র শনাক্তে কিছুটা সময় লাগলেও প্রতিটি ঘটনার তদন্ত চলছে।”

গত ১৬ থেকে ১৭ অক্টোবর খুলনার পাইকগাছা ও দাকোপের বিভিন্ন নদী ও খাল থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনের পরিচয় আশিষ সরকার, যিনি নিখোঁজের তিন দিন পর বাজুয়ার চুনকুড়ি নদী থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হন। একই দিনে শিবসা নদী থেকে উদ্ধার হয় ইকরাম হোসেন নামের এক যুবকের লাশ এবং আগের দিন পাওয়া যায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ।

খুলনা জেলার বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বলেন, “খুলনাসহ আশপাশের জেলাগুলোর নদীতে এখন প্রায় প্রতিদিনই মরদেহ ভেসে উঠছে। বিশেষ করে গত ৫ আগস্টের পর থেকে পুলিশের তৎপরতা ও র‌্যাবের উপস্থিতি আগের তুলনায় কমে যাওয়ায় অপরাধীরা এই সুযোগ নিচ্ছে।”

তিনি আরও বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এই প্রবণতাকে উৎসাহিত করছে। দ্রুত ও কার্যকর বিচার না হলে অপরাধীরা ভয় পাবে না, বরং এ ধরনের ঘটনা আরও বাড়বে।”

নৌ-পুলিশ বলছে, উদ্ধার হওয়া মরদেহের অধিকাংশই পূর্ণবয়স্ক পুরুষ, যাদের পরিচয় শনাক্তে সময় লাগে বা অনেক ক্ষেত্রেই তা সম্ভব হয় না। অর্ধগলিত অবস্থায় লাশ উদ্ধারের ফলে শনাক্তকরণ জটিল হয়ে পড়ে।

বিশেষজ্ঞরা বলছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে তা জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। তারা স্থলভাগ ও নদীকেন্দ্রিক অপরাধ প্রতিরোধে সমন্বিত তৎপরতা এবং দ্রুত বিচার নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।