Nabadhara
ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কাশিয়ানীতে দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২৫ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে দেশব্যাপী আলোচিত জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার তিন বছর পূর্তি ও চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১৯ অক্টোবর) বিকেলে কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব গোপালগঞ্জের সদস্য, কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা এবং দৈনিক কালবেলা পত্রিকার কাশিয়ানী উপজেলা প্রতিনিধি মিলটন খান।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সভাপতি ও দৈনিক গণমুক্তি পত্রিকার উপজেলা প্রতিনিধি বায়তুল হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক ও আনন্দ টেলিভিশন প্রতিনিধি ইবাদুল রানা, সহ-সভাপতি ও চ্যানেল এস প্রতিনিধি রায়হান মুন্সী জসিম, কোষাধ্যক্ষ ও বঙ্গ টিভি প্রতিনিধি ফাহিম হাসান ঊষা, সহ-প্রচার সম্পাদক ও নবধারা অনলাইন নিউজ পোর্টালের প্রতিনিধি রাশেদ হাসান, কার্যকরী সদস্য ও দৈনিক জনতার খবর প্রতিনিধি প্রমুখ।

 

আলোচনা সভায় বক্তারা দৈনিক কালবেলা পত্রিকার সফল অগ্রযাত্রা কামনা করেন এবং নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার মাধ্যমে গণমানুষের পক্ষে কলম চালানোর আহ্বান জানান। পরে উপস্থিত সবাই আনন্দ উল্লাসে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।