সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
“সবার জন্য মানসম্মত পরিসংখ্যান” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২০ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, বেলুন উড়ানো এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মমিনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. রাসিউল ইসলাম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হাসান।
আলোচকরা বলেন, টেকসই উন্নয়নের পরিকল্পনা প্রণয়নে সঠিক ও মানসম্মত পরিসংখ্যান অপরিহার্য। জনগণের জন্য নির্ভুল পরিসংখ্যান তথ্য প্রাপ্তি ও ব্যবহার নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সব খাতকে একযোগে কাজ করতে হবে।