জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইত কান্দি গ্রামের আবদুল আজিজ খান পাঠান বাড়িতে পল্লী চিকিৎসক ডা. শাহজাহান খানের ঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাত আনুমানিক তিনটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঘরের ছিটকানি ভেঙে ৮ সদস্যের সশস্ত্র ডাকাতদল ঘরে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমারির তালা ভেঙে নগদ চার হাজার টাকা, আট ভরি স্বর্ণালংকার এবং প্রায় দুই লাখ টাকার মালামাল লুটে নেয়।
ক্ষতিগ্রস্ত ডা. শাহজাহান স্থানীয় ভৈরব চৌধুরী বাজারের খান ফার্মেসির মালিক এবং দীর্ঘদিন ধরে এলাকায় পল্লী চিকিৎসা সেবা দিয়ে আসছেন।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।