এস আই মল্লিক, ঝিনাইদহ
বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করে চাকরি রাজস্বকরণসহ সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মচারীরা।
সোমবার সকালে ঝিনাইদহ সড়ক বিভাগের সামনে শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ব্যানার-ফেস্টুন নিয়ে এতে সংগঠনের নেতা-কর্মী ছাড়াও বিপুল সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন।
ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক টোকন জোয়াদ্দার, সহ-সভাপতি সিবলু মিয়া, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুপ হোসেন কাজল, সওজ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তাজুল ইসলাম খান, সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানানো সত্ত্বেও সওজ কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়িত হয়নি। অবিলম্বে সাত দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।