নড়াইল প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি নিয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে নড়াইল-লোহাগড়ায় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে জেলার বিভিন্ন স্থান থেকে আগত হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।
জানা গেছে, সোমবার সকাল ১১টায় লোহাগড়ার কালনা মধুমতি সেতুর পশ্চিম প্রান্তে জেলা ও উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমবেত হন। এ সময় ঢাকা থেকে সড়কপথে আগত নড়াইল-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা বিএনপি ও লোহাগড়া উপজেলা বিএনপির নেতারা।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টুসহ বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী।
পরে ধানের শীষ প্রতীকের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রাটি কালনা থেকে শুরু হয়ে লোহাগড়া, লক্ষীপাশা হয়ে নড়াইল সদর ও কালিয়া উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে পথসভা ও গণসংযোগে অংশ নেয়। শোভাযাত্রা চলাকালীন নেতাকর্মীরা বিএনপির ৩১ দফা দাবি ও তারেক রহমানের বার্তা সাধারণ জনগণের মাঝে তুলে ধরেন।
এ সময় জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে নির্দেশ দিয়েছেন জনগণের পাশে থেকে দলকে সংগঠিত করতে। সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ শুরু করেছি। যারা আন্দোলনে ত্যাগ করেছেন, দল তাঁদের যথাযথ মূল্যায়ন করবে।”
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, “৩১ দফা কর্মসূচির আলোকে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছি। মনোনয়ন যাকেই দেওয়া হোক, সবাই মিলে ধানের শীষের বিজয় নিশ্চিত করব।”
দলীয় নেতারা জানান, এই শোভাযাত্রা ছিল বিএনপির চলমান আন্দোলনের অংশ, যার মূল লক্ষ্য হচ্ছে সরকারের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি ও ভবিষ্যতের নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে জনগণকে সম্পৃক্ত করা।