Nabadhara
ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর

শেরপুর প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে আশরাফুল ইসলাম (১২) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার সমশ্চুড়া হাফেজিয়া মাদরাসা সংলগ্ন একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে নন্নী বাইঘরপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে এবং সমশ্চুড়া এলাকার সুলতান মিয়ার নাতি। বাবা-মা ঢাকায় কর্মরত থাকায় আশরাফুল তার নানাবাড়ি সমশ্চুড়ায় থেকে পড়াশোনা করত।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার সকালেও আশরাফুল স্কুলে যায় এবং দুপুরে বাড়ি ফিরে আসে। পরে বিকেলে সে তার নানা সুলতান মিয়ার সঙ্গে মাদরাসা সংলগ্ন পুকুরে গোসল করতে নামে। এ সময় অসাবধানতাবশত পুকুরের গভীর পানিতে ডুবে যায় সে। প্রায় ১০ মিনিট পর তাকে উদ্ধার করে দ্রুত ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শিশু আশরাফুলের অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও প্রতিবেশীদের মাঝে চলছে শোকের মাতম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।