আবিদ হাসান, মানিকগঞ্জ
আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগে বাংলাদেশি এক যুগলকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত তিনটার দিকে বান্দরবান জেলা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মুহাম্মদ আজিম (২৮) ও বৃষ্টি আক্তার (২৮)। আজিমের বাড়ি চট্টগ্রামে, আর বৃষ্টির বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের পাটগ্রাম চরে।
সোমবার (২০ অক্টোবর) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সিআইডি এই গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানায়। তারা জানায়, এই যুগল আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্মে অশ্লীল কনটেন্ট তৈরি ও প্রকাশ করতেন, যা বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টি আক্তার পূর্বে মানিকগঞ্জে বসবাস করতেন এবং বেশ চতুর ও আত্মনির্ভরশীল স্বভাবের ছিলেন। কারো কথা শুনতেন না এবং নিজের মতেই চলতেন। প্রায় ৫-৬ বছর আগে খালপাড় এলাকার কাউসার নামের এক যুবকের সঙ্গে বৃষ্টির বিয়ে হয়। তবে কিছুদিনের মধ্যেই পারিবারিক কলহের কারণে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর থেকে বৃষ্টির পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ ছিল না।
বৃষ্টির বাবার সাথে কথা বলে জানা যায়, “আপনার মাধ্যমেই প্রথম শুনলাম আমার মেয়েকে গ্রেফতার করা হয়েছে। সে আমাদের কোনো কথাই শুনতো না। আমি বহু বছর আগেই তাকে ত্যাজ্য করেছি। সে কোথায় যায়, কি করে, কিছুই জানি না।”
তিনি আরও জানান, তিন ভাইবোনের মধ্যে বৃষ্টি সবচেয়ে বড়। তার এমন কাণ্ডে পরিবার হতাশ ও বিব্রত।
সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।