আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। ইতালি প্রবাসী আলী আজগর মন্টুর জানাজায় সোমবার (২০ অক্টোবর) বিকেলে আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ মাঠে সহস্রাধিক মানুষের উপস্থিতি যেন এলাকাজুড়ে এক শোকময় পরিবেশ সৃষ্টি করে।
মন্টু আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আলী আকসার ঝন্টুর বড় ভাই এবং উপজেলার মিঠাপুর কলেজ রোড এলাকার বাসিন্দা ছিলেন। গত ৯ অক্টোবর ইতালির রোমে স্ট্রোকজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ প্রায় ১০ দিন পর তাঁর মরদেহ দেশে এসে পৌঁছায়।
জানাজার আগে থেকেই পুরো কলেজ মাঠ এবং আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি, প্রবাস ফেরত সহকর্মী, এলাকার সাধারণ মানুষ—সবাই ছুটে আসেন প্রিয় মানুষটিকে শেষ শ্রদ্ধা জানাতে।
জানাজার পূর্ব মুহূর্তে ফরিদপুর-১ আসনের জনপ্রিয় দুই নেতা—সাংবাদিক ও কলামিস্ট জননেতা আরিফুর রহমান দোলন এবং জামায়াতে ইসলামীর নেতা প্রফেসর ইলিয়াস মোল্লা মরহুম মন্টুর জীবন ও কর্ম নিয়ে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন।
তাঁরা বলেন, “মন্টু ছিলেন একজন মানবিক, উদার ও সমাজসচেতন ব্যক্তি। প্রবাসে থেকেও তিনি দেশের এবং এলাকার উন্নয়নে ছিলেন সদা তৎপর। তাঁর মৃত্যুতে আলফাডাঙ্গা এক অসাধারণ মানুষের অভাব অনুভব করছে।”
স্থানীয় বাসিন্দারাও জানাজা শেষে বলেন, মন্টু ভাই ছিলেন সবার প্রিয়। যেকোনো বিপদ-আপদে পাশে থাকা, হাসিমুখে সহানুভূতি জানানো, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া—এগুলো ছিল তাঁর ব্যক্তিত্বের অংশ।