Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির পাইথালী বাজারের গণ-শৌচাগার ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
অক্টোবর ২১, ২০২৫ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)

আশাশুনি উপজেলার পাইথালী বাজারে অবসরপ্রাপ্ত ব্যাংকার বেলায়েত হোসেন কর্তৃক সরকারি অর্থায়নে নির্মিত গণ-শৌচাগার ভেঙে ফেলার প্রতিবাদে মঙ্গলবার (২১ অক্টোবর) বাজারের ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন বাজার সড়কে অনুষ্ঠিত হয়। বাজার কমিটির আহ্বায়ক মামুন হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ওলিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, উপজেলা যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, জামায়াতের ইউনিয়ন নায়েবে আমীর হাফেজ বেল্লাল হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি এরশাদ আলী, বাজার কমিটির সাবেক সভাপতি অবঃ সেনা সদস্য হযরত আলী, ব্যবসায়ী মমিনুর রহমান গাজী ও মোশাররফ হোসেন।

বক্তারা জানান, প্রায় ১৭ বছর আগে সরকারি অর্থায়নে প্রায় ছয় লাখ টাকায় বুধহাটা ইউনিয়ন পরিষদ শৌচাগারটি নির্মাণ করে। শৌচাগারে ৩টি টয়লেট ও ১টি প্রস্রাব খানাসহ শত শত ব্যবসায়ী ও ক্রেতা স্বাভাবিকভাবে ব্যবহার করে আসছিলেন।

তবে সোমবার দুপুরে বেলায়েত হোসেন টয়লেট সংলগ্ন তার মার্কেটের স্বার্থে শৌচাগারের দেওয়াল ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে। জনসমাগম কম থাকায় তিনি এ কাজটি করেন বলে এলাকাবাসী ধারণা করছে। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

মানববন্ধনে শৃঙ্খলা রক্ষা ও বেলায়েত হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অবিলম্বে শৌচাগারটি পুনর্নির্মাণের দাবি জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।