Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার নড়াইল
অক্টোবর ২১, ২০২৫ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার নড়াইল

নড়াইলের লোহাগড়ায় যমুনা ব্যাংক এর সিএসআর কার্যক্রমের আওতায় যমুনা ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক আর্থিকভাবে অচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২১অক্টোবর) সকালে যমুনা ব্যাংক লোহাগড়া বাজার শাখার উদ্যোগে ব্যাংকের কার্যালয়ে শাখা ব্যবস্থাপক ইউসুপ হোসেনের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,সহকারী ব্যবস্থাপক তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন,লোহাগড়া সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ রেহেবার দারাজ, লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান,এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এসএম সাইফুল্লাহ মামুন।

এছাড়া ও উপস্থিত ছিলেন, সিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, জেসিজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকির তোহিদুর রহমান,শিক্ষক কাজী কামরুল হুদা,শিক্ষক সুবিনা ইয়াসমিন সাথী, নিলুফা ইয়াসমিনসহ শিক্ষার্থী, অবিভাবক, সাংবাদিক ও ব্যবসায়ীবৃন্দ।

জানা গেছে, যমুনা ব্যাংক ফাউন্ডেশন এ বছর লোহাগড়া উপজেলা থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণীতে অধ্যায়নরত ছয় জন আর্থিকভাবে অচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রথমে ৫ হাজার টাকা এবং পরবর্তিতে প্রতিমাসে ৩ হাজার করে টাকা করে প্রদান হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।