Nabadhara
ঢাকাবুধবার , ২২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপার প্লট বিক্রির নামে কোটি টাকা হাতিয়ে নিয়েছে আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান ও আবুল মেম্বার 

ঝিনাইদহ  প্রতিনিধি
অক্টোবর ২২, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ  প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের  ডাউটিয়া বাজারের জমির প্লট বিক্রির নামে প্রতারণা করে শত শত মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ধলহরাচন্দ্র ইউনিয়ের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান বিশ্বাস এবং ইউপি সদস্য ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক  সম্পাদক আবুল হোসেনের বিরুদ্ধে।

এই ব্যাপারে শৈল কোপা উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক বাবুল হোসেন মোল্লার আহবানে  বুধবার বিকালে ডাউটিয়া বাজারে  ভুক্তভোগীরা এক সাংবাদিক সম্মেলন করেন।সাংবাদিক সম্মেলনে তারা বলেন ২০১৯ সালের দিকে পার্শ্ববর্তী লাঙ্গলবাঁধ বাজারের  বিরুদ্ধে উপজেলার ডাউটিয়া নামক স্থানে একটি বাজার বসানোর পরিকল্পনা করে  ধলহরাচন্দ্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী নেতা মতিয়ার রহমান।

তখন স্থানীয় লোকদের ডেকে বাজারের দোকান ঘর তোলার জন্য জমি অধিগ্রহন শুরু করে। ভুক্তভোগীরা জানান মতিয়ার চেয়ারম্যান ও আবুল মেম্বার  তারা  দুইজন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ায়  তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারেনি। জমির মালিকের কাছ থেকে জমি নিয়ে পোল্ট আকারে বিক্রি করলেও অনেকেই তাদের কেনা পল্ট বুঝিয়ে দেয়নি। আবার অনেক জমির মালিকরা তাদের জমিরটাকা পাইনি বলে অভিযোগ করেন।

টাকা ও পলট চাইতে গেলে তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হতো। ভয়ে তখন অনেকেই মুখ খুলতে সাহস পায়নি। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন প্রায় ২০ একর সম্পত্তির উপর এই বাজারটি গড়ে উঠেছে।  তাদের দলীয় কিছু লোকজনের কেনা জমির পলট বুঝিয়ে দিলেও প্রায় শতাধিক লোকের জমি বুঝে দেয়নি। আওয়ামী ফ্যাসিস্ট  সরকার পতনের পর তারা গা ঢাকা দেওয়ার কারনে তাদের খুঁজে পাচ্ছে না  ভুক্তভোগীরা।

বাজারের জমি বিক্রি করা জমি মালিকদের  প্রায় তিন কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছে আওয়ামী নেতা  চেয়ারম্যান  মতিয়ার রহমান ও  মেম্বার আবুল হোসেন নামের এই দুই নেতা।ভুক্তভোগী জাহাঙ্গীরের নামের ব্যক্তি জানান তার কাছ থেকে ২৮ শতক জমি কিনে নেওয়ার আজও সে টাকা ফিরে পাইনি।  সরদারদিয়া গ্রামের আব্দুর রাজ্জাক জেনা তার ১৫০ শতক জমির মধ্যে ১০০ শতক জমির টাকা এখনো বুঝে পাইনি,  আনোয়ার হোসেন নামের  এক ব্যক্তি জানান ৩৮শতক জমির একটি টাকাও পায়নি।চর ধলহরাগ্রামের ওহাব মন্ডল বরিয়া গ্রামের মাহবুবুর রহমান মাস্টার  বলেন  বাজারে ঘরনির্মাণ করার জন্য জমি কিনেছিল সেই জমি তালা বুঝে পায়নি।

এরকম শতাধিক  লোকের অভিযোগ তাদের   কেনা জমি  বুঝে পাইনি। ভুক্তভোগীরা তাদের কেনা সম্পত্তি ফিরে পাওয়ার জন্য বর্তমান যারা বাজার পরিচালনা করছেন তাদের কাছে জর দাবি জানান। এই ব্যাপারে বর্তমান বাজার পরিচালনা কমিটির দায়িত্বে থাকা সাবেক চেয়ারম্যান ও ধলহরা চন্দ্র ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারী মোল্লা জানান আমি যতগুলো জমি বিক্রি করেছিলাম সবার জমি বুঝিয়ে দিয়েছি। তবে মতিয়ার রহমান বিশ্বাস ও আবুল হোসেন তারা যেগুলো জমি বিক্রি করেছে সেই  জমিগুলো মালিকদের  বুঝিয়ে  না দিয়ে  ব্যাপক অনিয়ম করেছে।কিন্তু আমি তখন কোন  জোরাল প্রতিবাদ করতে পারেনি প্রতিবাদ করলেই আমাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।