Nabadhara
ঢাকাবুধবার , ২২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় বিশিষ্ট সমাজসেবক ও সাবেক প্রধান শিক্ষক সরদার বজলুর রহমান আর নেই

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
অক্টোবর ২২, ২০২৫ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)

কচুয়ার আলোকিত মানুষ গড়ার কারিগর, বিশিষ্ট সমাজসেবক এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব সরদার বজলুর রহমান (৯০) বার্ধক্যজনিত কারণে ২২ অক্টোবর দিবাগত রাত ২টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি কচুয়া উপজেলার অন্যতম প্রখ্যাত ব্যক্তি, উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদুর রহমানের পিতা। কচুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন তিনি। এছাড়াও তিনি একটি মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা এবং সরদার বজলুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন।

মৃত্যুকালে তিনি এক স্ত্রী, পাঁচ পুত্র সন্তান ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

তার নামাজে জানাজা বুধবার দুপুর ২টায় পদ্মনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো মানুষ অংশগ্রহণ করেন। পরে তার মরদেহ পদ্মনগর ইজারা কেন্দ্রীয় জামে মসজিদের পাশে দাফন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপি, উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিবৃতি প্রদানকারীদের মধ্যে ছিলেন,জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম. এ. সালাম, ডা. ফরিদুল ইসলাম, খান মনিরুল ইসলাম, কামরুল ইসলাম গোড়া, মোংলার সাবেক পৌর মেয়র জুলফিকার আলী, এস্কেন্দার হোসেন, অহিদুল ইসলাম পন্টু, খাদেম নেয়ামুল নাসির আলাপ, সাবেক যুবদল সভাপতি মেহেবুবুল হক কিশোর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস. এম. তৌহিদুল ইসলাম, সাবেক আহ্বায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না, হাজরা জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, হুমায়ুন কবির, যুবদল নেতা ওয়ালিউর রাসুল, শিকদার মসিউর রহমান মুক্তা, এমদাদুল হক মাসুদ, শেখ সুজন, স্বেচ্ছাসেবক দল নেতা সরদার নাহিদ, ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হিমেল খান, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে। বিবৃতি প্রদান করেছেন খুলনা বিভাগীয় জামায়াতের সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, বাগেরহাট জেলা জামায়াতের যুব বিভাগের প্রধান মঞ্জুরুল হক রাহাত, জেলা আমির অধ্যক্ষ মাওলানা আলতাব হোসেন, গহরডাঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মোস্তফা শহীদুল্লাহ, কচুয়া উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

কচুয়া প্রেসক্লাবের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে। বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাসসহ সকল সাংবাদিকবৃন্দ।

এছাড়াও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসান ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও শোক প্রকাশ করেছেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।