শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িকাহনিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ও মানবসেবা ডায়াগনস্টিক সেন্টার শেরপুরের সৌজন্যে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকালে কুড়িকাহনিয়া ইসলামিয়া আলিম মাদরাসা প্রাঙ্গণে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িকাহনিয়া ইউনিয়ন শাখার সভাপতি সাইফুল ইসলাম। মাদরাসার অধ্যক্ষ এরশাদ আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ও শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এফ.এম মফিদুল ইসলাম এবং কুড়িকাহনিয়া ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।
অধ্যাপক ডা. মো. মোস্তফা তারিকুজ্জামানের নেতৃত্বে পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

