Nabadhara
ঢাকাবুধবার , ১৮ আগস্ট ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে উঁচু নারিকেল গাছের মাথায় মধ্য বয়সী এক ব্যক্তির মৃত্যু !

MEHADI HASAN
আগস্ট ১৮, ২০২১ ১০:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে নারিকেল পাড়তে উঠে গাছের মাথায় মৃত্যু হয়েছে নিজার লস্কার (৫২) নামে এক ব্যক্তির। মঙ্গলবার দুপুর ২ টার দিকে উপজেলার শাসন গ্রামে (দক্ষিণপাড়া) নিজ বাড়ির প্রায় ৬০ ফুট উঁচু নারিকেল গাছে ওঠার পর তাঁর  মৃত্যু হয়। পরে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে পৌনে এক ঘণ্টা  উদ্ধার চেষ্টা করে তার মৃতদেহ নিচে নামান। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান নিজার লস্কারের মৃতদেহ।
নিজার লস্কর শাসন গ্রামের মৃত লায়েক লস্কর এর পুত্র।

স্থানিয়রা জানান, জোহর নামাজ শেষে দুপুরের খাবার খেয়ে অনুমান দুইটার দিকে নারিকেল পাড়ার জন্য গাছে গাছে ওঠেন নিজার লস্কর । তিনি নারিকেল ও ফেলেন তলায়। তার ছোট ভাই নারিকেল বাড়িতে নিয়ে আসেন । এরপর দীর্ঘসময় অতিবাহিত হলেও নিজার লস্কর বাড়িতে না ফেরায় তাকে খোঁজেন পরিবারের লোকজন। একপর্যায়ে উক্ত গাছের মাথায় নিজার লস্করকে নিরব নিস্তব্ধ অবস্থায় দেখতে পান। এরপর প্রতিবেশী জনৈক ব্যক্তি গাছে উঠে নিশ্চিত হোন তিনি মৃত্যুবরণ করেছেন। পরে তাকে গাছের মাথায় রশি দিয়ে বেঁধে রেখে নিচে আসেন ওই ব্যক্তি। এরপর খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান সিরাজ জানান, বিকাল ৫ টার দিকে স্থানীয়রা মোবাইলে বিষয়টি আমাদের  জানান । এরপর তাৎক্ষণিক তাঁর নেতৃত্বে দুইটি ইউনিট যাত্রা করে সোয়া ছয়টার দিকে মোল্লাহাটের শাসন দক্ষিণ পাড়া এলাকায় পৌঁছান। এরপর আধঘণ্টার উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যা পৌনে সাতটার দিকে  নিজার লস্করকে সফলভাবে নিচে নামাতে সক্ষম হন। পরে নিয়ম অনুযায়ী নিজাম লস্করকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা। এ সংবাদ লেখা পর্যন্ত নিজার লস্কর এর মৃতদেহ মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাড়িতে নেয়ার প্রক্রিয়া চলছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।