Nabadhara
ঢাকাশনিবার , ২৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে সিএনজিতে ৩ জনের বেশি যাত্রী পরিবহন করা যাবে না–পুলিশ কমিশনার

সিলেট প্রতিনিধি
অক্টোবর ২৫, ২০২৫ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট প্রতিনিধি

সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, সিলেট নগরে চলাচলকারী সিএনজি অটোরিকশার সামনে ও পেছনে গ্রিল লাগানো বাধ্যতামূলক করতে হবে এবং সিএনজিতে সর্বোচ্চ ০৩ জন যাত্রী বহন করতে পারবে।

শনিবার সকালে সিলেট মহানগর এলাকায় সিএনজি চালিত থ্রি হুইলার যানবাহন এবং প্যাডেল চালিত রিক্সার ভাড়া নির্ধারণ সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এমনটি বলেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে পুলিশ কমিশনারের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কমিশনার রাজনীতিবিদ, সাংবাদিক প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যবৃন্দের সাথে সিলেট নগরবাসীর সুবিধার্থে সিএনজি ও রিকশার যৌক্তিক ভাড়া নির্ধারণ করার লক্ষ্যে আলোচনা করেন।

এসময় কমিশনার বলেন, নগরবাসীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ভাড়ার বিষয়টি বাস্তবসম্মতভাবে নির্ধারণ করা হবে, যাতে চালক ও যাত্রী—উভয় পক্ষেরই স্বার্থ রক্ষা হয়।

তিনি আরও বলেন,বর্তমানে সিএনজি যানবাহনে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি সিএনজির সামনে ও পেছনে গ্রিল লাগানো বাধ্যতামূলক করতে হবে এবং সিএনজিতে সর্বোচ্চ ৩ জন যাত্রী বহন করতে পারবে। আমরা চাই এই অনিয়মগুলো দূর করে নগরবাসীকে স্বস্তি দিতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।