শাহীন আহমেদ, (শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় উত্তর তাড়াবুনিয়া ইউনিয়নের তাহানুন ইসলাম (স্বাস্থ্য কর্মী) জমি দখল নিয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ভুক্তভোগী তাহানুন ইসলাম অভিযোগ করে বলেন আদালতের আদেশ অমান্য করে আলাউদ্দিন সরকার, মৃত আব্দুর রহমান সরকার, ওসমান সরকার, মৃত আব্দুর রহমান সরকার, গ্রাম ডাক্তার রিপন হাওলাদার এবং গনি মালের নেতৃত্বে তার দলীলমূলে ক্রয়কৃত ভোগদখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের পাঁয়তারা করছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, স্বাস্থ্য কর্মী তাহনুন ইসলামের মা মোসা: সমমেহের বেগম, স্বামী: জহুরুল হক সরকার ১৯৮০ সাল থেকে দলীলমূলে উক্ত সম্পত্তি ক্রয় করে মালিক ও দখলদার হিসেবে আছেন। আরো জানাযায় যে উক্ত সম্পত্তি বিআরএস ভুল বসত আব্দুর রহমান সরকারের নামে অন্তর্ভুক্ত করা হয়। এবং এই সম্পত্তি নিয়ে বিজ্ঞ ভেদরগঞ্জ সহকারী জজ আদালতে দেওয়ানী মোকদ্দমা নং ১৮৪/২৪ বিআরএস রেকর্ড সংশোধনী মামলা চলমান রয়েছে বলে জানা যায়। সম্প্রতি আলাউদ্দিন সরকার গং পাকা ধান নষ্ট করে জোরপূর্বক পাকা ধানসহ জমিতে সরিষা রোপণ করেন এবং পরে সেই ধান নষ্ট করার জন্য জমিতে বিষ ও সার প্রয়োগ করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাহনুন ইসলাম সখিপুর থানায় লিখিত সাধারণ ডাইরী দায়ের করেছেন। পাশাপাশি বিষয়টি আদালতেও মামলা হিসেবে বিচারাধীন রয়েছে।
অভিযোগকারী তাহনুন ইসলাম বলেন,
“আমি সরকারি চাকরিজীবী। দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ওই জমিতে কৃষিকাজ করে আসছি। হঠাৎ করে আলাউদ্দিন সরকার ও তার লোকজন এসে জোরপূর্বক দখল নেয়ার চেষ্টা করতেছে এবং তারা আমাকে প্রাননাশের হুমকি প্রদান করেন আমি থানায় সাধারণ ডাইরী করেছি এবং আদালতের আশ্রয় নিয়েছি। কিন্তু তবুও হয়রানি বন্ধ হচ্ছে না।”
অভিযুক্ত আলাউদ্দিন সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, “এই জমির বিআরএস রেকোর্ড আমার বাবার নামে। কিন্তু তাহানুন বলেন বিআরএস ভুল:বসত আমাদের নামে হয় তাই তাহানুন আদালতে বিআরএস সংশোধনী মামলা করেছে বলে শুনেছি। আমি কোনো দখল করিনি। কাগজপত্র অনুযায়ী আমি চাষাবাদ করার জন্য গিয়েছিলাম।
এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহম্মেদ বলেন,
“অভিযোগটি পেয়েছি। তদন্ত চলছে। প্রাথমিকভাবে উভয় পক্ষকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির পরামর্শ দেওয়া হবে। প্রয়োজন হলে তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসীর একজন স্থানীয় বাসিন্দা সামসুদ্দিন জানান, “আমরা দেখেছি তাহনুন ইসলাম বহু বছর ধরে ওই জমিতে ফসল ফলান। কিছুদিন ধরে আলাউদ্দিন সরকার গং তাদের জমিতে ধান থাকা সত্ত্বেও জোরপূর্বক ধান নষ্ট করে সরিষা রোপণের চেষ্টা করেছে এতে ধানের ক্ষতি হয়েছে। বিষয়টি আদালতে গিয়েছে শুনেছি, তাই প্রশাসনের হস্তক্ষেপ দরকার।”
জমি দখল নিয়ে দুই পক্ষের এই বিরোধে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে, যাতে আইনের মাধ্যমে সঠিক বিচার নিশ্চিত হয়।

