Nabadhara
ঢাকারবিবার , ২৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোরে দুদকের গণশুনানিতে ভুক্তভোগী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

যশোর প্রতিনিধি
অক্টোবর ২৬, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি।

যশোর শিল্পকলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি হয়েছে। সকাল ১০ টা থেকে শুরু হওয়া এই গণশুনানিতে যশোরের ভুক্তভোগী অনেক মানুষ অংশগ্রহণ করেন। নানা অভিযোগ তুলে ধরছেন যশোরের বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান নিয়ে। প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আবদুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার তদন্ত মিয়া আলী আকবর আজিজী, যশোরের পুলিশ সুপার রওনক জাহান, গণশুনাণী অনুষ্ঠানের মডারেটরের দায়িত্ব পালন করছেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম।

 

যশোরের ভুক্তভোগী অনেকেই দুদক চেয়ারম্যানের সামনে অভিযোগ তুলে ধরেন। যশোরে স্বাস্থ্য বিভাগ, বিশেষ করে যশোর জেনারেল হাসপাতালের ওষুধ চুরি, খাবার সরবরাহ সহ নানা দুর্নীতি তুলে ধরা হয়। যশোর সড়ক জনপথ, এলজিইডি, যশোর খাদ্য বিভাগ, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, বিআরটিএ যশোর সহ ২০টি ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়। অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো যুক্তি ও কাগজপত্র উপস্থাপন করে অভিযোগ খন্ডন করার চেষ্টা করেন।

 

দুদকের পক্ষে বলা হয় এ বিষয়ে কাগজপত্র অভিযোগের প্রাথমিক তদন্তের আলোকে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা মিললে অবশ্যই দুদকের বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে জানানো হয়। গণ শুনানি অনুষ্ঠানে যশোরের জেলা উপজেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।