কচুয়া(বাগেরহাট) প্রতিনিধি:
কচুয়ায় মাদক বিক্রির টাকা সহ মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ। পুলিশ জানায় কচুয়া থানার অফিসার্স ইনচার্জ মো: মনিরুল ইসলামের নেতৃত্বে এস আই মো: আবু বক্কার. এসআই মোমরেজ আলী মোল্লা ও এএসআই মো: মুজিবর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে টেংরাখালী গ্রামের মৃত শাহাদৎ হাজরার পুত্র মো: আল মামুন হাজরা(৪০)কে আটক করে। পুলিম মামুনকে গতকাল ৮টা ৪৫ মিনিটে কচুয়া সদর ইউনিয়নের টেংরাখালী গ্রামের মৃত আফসার আলী হাজরার পুত্র হাজরা দেলোয়ার হোসেনের বাড়ির সামনে রাস্তার উপর থেকে মদক বিক্রির সময় হাতেনাতে মাদক বিক্রির টাকা সহ আটক করে। পুলিশ তার নিকট থেকে গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৬ শত টাকা উদ্ধার করে। এব্যাপারে কচুয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে এসআই মো: আবু বক্কার বাদী হয়ে ১টি মামলা করেন। মামলানং-০৭/৬৫।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।