আনিস সুমন শ্যামনগর (সাতক্ষীরা )প্রতিনিধি
পরিবেশ অধিদপ্তর কর্তৃক শ্যামনগর ও কালীগঞ্জ উপজেলার মোস্তফা ব্রিকস ও আশা ব্রিকস ২টির অবস্হান গ্রহন যোগ্য না হওয়ায় বন্ধের নির্দেশ দেন।
অথচ উক্ত ভাটা দুইটি গত ১০ অক্টোবর ২০২৫ তারিখ থেকে কার্যক্রম শুরু করেছে। উক্ত ভাটা দুইটি বিরুদ্ধে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য আব্দুল গফফার বাদী হয়ে গত ২১ অক্টোবর কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছেন। অভিযোগে উল্লেখ করেছেন, পরিবেশ অধিদপ্তর ঢাকা ২২,০২,০০০০,২৬,৬৭,০১৮, ২২,৪০০ ২৫ /১০২২ নং স্মারকে সৈয়দ নাজমুল আহসান এর নির্দেশ অমান্য করে গত ১০ অক্টোবর ২০২৫ তারিখ থেকে পুনরায় কার্যক্রম শুরু করেছেন।
গত বছর ভাটা দুইটি কার্যক্রম চালু করিলে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও শ্যামনগর সরকারি কমিশনার ভূমি ভাটা দুইটিকে জরিমানা সহ বন্ধ করে দেন। ভাটা দুইটি জনবসতি এলাকায়,বা পরিবেশ উপযোগী না হওয়ায় উহা পুনরায় বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বন্ধের আবেদন করিয়াছে।

