ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিমুলতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৫২-ময়মনসিংহ-০৮ (ঈশ্বরগঞ্জ) আসনের এলডিপির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা এলডিপির সভাপতি মঞ্জুরুল হক, সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহ আলম লিটন, গণতান্ত্রিক যুবদলের সভাপতি সোহাগ তালুকদার প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

