Nabadhara
ঢাকাসোমবার , ২৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
অক্টোবর ২৭, ২০২৫ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছেন। এরমধ্যে রয়েছেন উপজেলার পিয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা বুলবুল এবং রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নিষিদ্ধ সংগঠন রিফায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বিশ্বাস রানা।

নাশকতার মামলায় কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করে। ইউপি চেয়ারম্যান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,আজ সোমবার ভোরে কুষ্টিয়া শহরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে পিয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা বুলবুলকে গ্রেপ্তার জেলা গোয়েন্দা পুলিশ। সে ঢাকা থেকে নিজ বাড়ি ফিরছিলেন। নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বিকেলে তাকে আদালাতে সোপর্দ করা হয়।

অপরদিকে ২০ অক্টোবর রাতে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম কুষ্টিয়া শহরের একটি বাসায় অভিযান চালিয়ে রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নিষিদ্ধ সংগঠন রিফায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বিশ্বাস রানাকে গ্রেপ্তার করে। পরে একইভাবে নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালাতে সোপর্দ করা হয়।

দৌলতপুরে ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যান গ্রেপ্তারের বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ জানান, এ বিষয়ে আমার জানা নেই এবং তাদের দৌলতপুর থানাতেও সোপর্দ করা হয়নি।

তবে এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী জানান, রিফায়েতপুর ও পিয়ারপুর ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যান আটক হওয়ার খবর আমি অবগত রয়েছি। ২০ অক্টোবর রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান বিশ্বাস রানা আটকের বিষয়টি ইউনিয়ন পরিষদের সচিব আমাকে লিখিতভাবে জানিয়েছে। তবে পিয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা বুলবুল আটক হওয়ার বিষয়টি লিখিতভাবে না জানালেও আমি অবগত রয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।