বেনাপোল (যশোর) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে বাগআঁচড়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল র্যালি বের হয়। র্যালিটি বাগআঁচড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুয়েল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোহিদুল ইসলাম তৌহিদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন নিপু, ডাক্তার আফিল উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মহিদ হোসেন, কায়বা ইউনিয়ন যুবদলের নেতা আব্দুল মান্নান, মাসুদ, মজনু ও ইমরান প্রমুখ।
র্যালিতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে বাগআঁচড়া বাজার উৎসবমুখর হয়ে ওঠে। ব্যানার, ফেস্টুন, ও শ্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা।
নেতাকর্মীরা জানান, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও দলীয় ঐক্য সুসংহত করতে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই র্যালির মাধ্যমে নতুন উদ্যমে দলকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

