যশোর প্রতিনিধি
যশোরে টিসিবির পণ্য চুরির অভিযোগে রিকশাভর্তি পণ্য আটক করার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ অক্টোবর) শহরের ঘোপের মাহমুদুর রহমান স্কুল প্রাঙ্গণে এটি ঘটে।
স্থানীয়রা জানান, স্কুলের একটি কক্ষে চাল, ডাল, তেল ও চিনি গুদামজাত করা হয়েছিল। রবিবার বিকেল চারটার দিকে দুই যুবক রিকশায় পণ্য নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তা নজরে আসে। কিছুক্ষণ পরে আরও কয়েকজন একত্রিত হয়ে রিকশা আটক করেন এবং ডিলারের প্রতিনিধিকে জিজ্ঞাসাবাদ করেন। যদিও তিনি একাধিকবার ভিন্ন ভিন্ন উত্তর দেন।
এলাকাবাসী অভিযোগ করেছেন, এই পণ্যগুলো স্থানীয়দের জন্য বরাদ্দ থাকলেও অন্য এলাকায় নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। পরে এলাকার চাপের কারণে পণ্যগুলো আবার স্কুলের গোডাউনে রাখা হয়।
তবে ডিলার সালাউদ্দিন অভিযোগ অস্বীকার করে জানান, “এটি চুরি নয়। কিছু পণ্য পূর্বে নিলে যাওয়া হয়নি, তাই স্কুলে রাখা হয়েছিল। এখন অ্যাপস সিস্টেম চালু থাকায় চুরি হওয়ার সুযোগ নেই।”

