ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত।
সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধামরাই উপজেলা যুবদলের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
ধামরাই উপজেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক ও ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি এইচ এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন।
খেলাটি উদ্বোধন করেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. রাকিবুর রহমান খান ফরহাদ, ধামরাই উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক রেজুয়ান আহমেদ চৌধুরী রবিন, প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন আক্তার, শ্রমিকদল নেতা দেলোয়ার হোসেন প্রমুখ।

