Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদে শাকিল হাসানের প্রার্থিতা ঘোষণা

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
অক্টোবর ২৮, ২০২৫ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি

জামালপুরে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক পদে প্রার্থী ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে শহরের সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে ছাত্র অধিকার পরিষদ শহর শাখার আহ্বায়ক মো: শাকিল হাসান এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে শাকিল হাসান বলেন, ছাত্ররাজনীতির হারানো ইতিহাস-ঐতিহ্য ফিরিয়ে আনতে অস্ত্র নয় কলম, সন্ত্রাস নয় বিদ্যার্জন এ ব্রত নিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ছাত্র রাজনীতি করছে। জামালপুর জেলা শাখার চতুর্থ কমিটিতে প্রার্থীতার সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জেলার সকল পর্যায়ের নেতা-কর্মীদের সাথে আলোচনা করে ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক পদে নিজেকে প্রার্থী ঘোষনা করছি। তিনি আরও বলেন, আসন্ন ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার কমিটি তৃনমূলের মতামতের ভিত্তিতে কাউন্সিরের মাধ্যমে করতে হবে। ঢাকায় বসে পকেট কমিটি গঠন করা যাবে না।

সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদ জামালপুর সদর উপজেলার সভাপতি ইহছান হাবিব রাহাত, শহর শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম, মাদারগঞ্জ উপজেলা শাখার সিনিয়ন যুগ্ম আহ্বায়ক সম্পদ হাসান শান্তসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।