Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালিয়া সেচ্ছাসেবকদলের সদস্য সচিবকে হত্যা

স্টাফ রিপোর্টার নড়াইল
অক্টোবর ২৮, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের সেচ্ছাসেবকদলের সদস্য সচিব মাসুদ রানা (৪৬)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৭অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে শুক্তগ্রাম বাজার থেকে বাড়ি ফেরার পথে শুক্তগ্রাম গোরস্থান এলাকায় পৌছালে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয় লোকজন তাকে উদ্বার করে প্রথমে কালিয়া হাসপাতালে ভর্তি করে। পরে রাতেই অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৮অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। নিহত মাসুদ রানা শুক্তগ্রামের সবুর শেখের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে মাসুদ রানা শুক্তগ্রাম বাজার থেকে বাড়ি ফেরার পথে শুক্তগ্রাম গোরস্থান এলাকায় পৌছালে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় ও পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক তাকে অন্যত্র নেয়ার পরামর্শ দেন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

কালিয়া উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ ডালিম হাসান বলেন,বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা কে যারা হত্যা করেছে তাদের শনাক্ত করে আইনের আওয়াতায় নিয়ে বিচারের দাবি জানান।

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন,এঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিবেশ বর্তমানে স্বাভাবিক রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।