Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

গোপালগঞ্জ প্রতিনিধি 
অক্টোবর ২৮, ২০২৫ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি 

গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ও সকালে টুঙ্গিপাড়া ও সদর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়ায় বেলা দেড়টার দিকে উপজেলার রামচন্দনপুর এলাকায় বাসচাপায় আলমগীর লস্কর (৬০) নামের এক পথচারী নিহত হন। নিহত আলমগীর লস্কর কুশলী ইউনিয়নের রামচন্দনপুর গ্রামের মৃত মঈন উদ্দিন লস্করের ছেলে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, আলমগীর লস্কর রামচন্দনপুর বটতলা মসজিদে নামাজ পড়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়েলকাম এক্সপ্রেস পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ বাসটি আটক করেছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

অন্যদিকে সকালে সদর উপজেলার পাথালিয়া এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. জসিম শেখ (২৩) নামের এক ট্রাক হেলপার নিহত এবং আরও দুজন আহত হন। নিহত জসিম শেখ বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চর দাঁড়িয়াল গ্রামের সাহাবুর শেখের ছেলে।

 

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোমান মোল্যা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির আরেকটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ দুর্ঘটনায় জড়িত ট্রাক দুটি আটক করেছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।