Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে জায়ামাতে ইসলামীর মিছিল ও সমাবেশ

শামীম শেখ , গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
অক্টোবর ২৮, ২০২৫ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ , গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

২০০৬ সালের ২৮ অক্টোবর সারা দেশে আওয়ামী লীগ সহ ১৪ দলের লগী- বৈঠার দ্বারা জামাত-শিবিরের নেতা কর্মীদের উপর নির্মম হামলা ও অনেক নেতাকর্মীর হতাহতের প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ২৮ অক্টোবর) বিকেল ৪ টায় গোয়ালন্দ বাজার সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি আনসার ক্লাব থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী এ্যাড. মোঃ নুরুল ইসলাম।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের গোয়ালন্দ উপজেলা শাখার আমীর মাওলানা গোলাম আজম মীর মালত। সভা সঞ্চালনা করেন জামায়াতে ইসলামী গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ মোশারফ হোসেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রাজবাড়ী জেলা সেক্রেটারি মো: আলিমুজ্জামান আলি, জেলা নায়েবে আমীর মো: হাসমত আলি হাওলাদার, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মো: হেলাল উদ্দিন, গোয়ালন্দ পৌরসভার সভাপতি মাওলানা জালাল উদ্দিন প্রামানিক, দৌলতদিয়া ইউনিয়নের সভাপতি মো: আনোওয়ার হোসেন, সেক্রেটারি হাফেজ আবু সাইদ সোহাগ প্রমূখ।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় সংগঠনের বিভিন্ন স্তরের কয়েক’শ নেতাকর্মী উপস্হিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।