শান্ত বণিক, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর ২০২৫) জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, সরকারি হাসপাতালে এসব রোগী শনাক্ত হয়। তবে প্রাইভেট হাসপাতালে কোনো নতুন রোগী পাওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ২৫ জন ছাড়পত্র পেয়েছেন। তবে এ সময়ের মধ্যে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৪৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ২৩ জন, জেলা সদর হাসপাতালে ৯ জন, মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন এবং রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন রোগী ভর্তি আছেন। বেলাব, পলাশ ও শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে কোনো ডেঙ্গু রোগী নেই।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত নরসিংদীতে মোট ৯৪০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। তবে এখনো পর্যন্ত জেলায় কোনো ডেঙ্গুজনিত মৃত্যুর ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়।

