এন এম নুরুল ইসলাম, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি প্রকল্ থেকে অসহায়, দরিদ্র ও কৃষক পরিবারের মাঝে সেলাই মেশিন, হুইলচেয়ার ও স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ শে অক্টোবর) বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব উপকরণ বিতরণ করা হয়।
অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এসব উপকরণ বিতরণের সময় উপজেলা নির্বাহী অফিসার জনাব মফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকিলা আক্তার, উপজেলা সমবায় অফিসার নাজমুল হুদা, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মফিজুর রহমান বলেন,“বালিয়াডাঙ্গী একটি কৃষি-নির্ভর উপজেলা। তাই কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
পাশাপাশি দরিদ্র ও অসহায় নারীদের স্বনির্ভর করতে সেলাই মেশিন দেওয়া হয়েছে।যাদের চলাফেরায় সমস্যা, তাদের জন্য হুইলচেয়ার প্রদান করা হয়েছে।”
উপকারভোগীরা এসব সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করে বলেন,“আমরা এসব উপহার পেয়ে খুবই খুশি। এতে আমাদের কাজের সুযোগ ও চলাফেরায় স্বাচ্ছন্দ্য আসবে।”

