কোটালীপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।
(২৯অক্টোবর)বুধবার সকালে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার কয়েকটি ওয়ার্ডে গণসংযোগ করে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম দিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
এসময় তার সাথে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার,সাংগঠনিক সম্পাদক সলেমান শেখ,পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া,সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার,সাংগঠনিক সম্পাদক আলম সিকদার,উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ,পৌর যুবদলের আহবায়ক মিরাজ সরদার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুব খান,সহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

