মো. মিজানুর রহমান, কাউনিয়া (রংপুর)
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’—এই শ্লোগানকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মহিদুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শাহ মোবাশ্বারুল ইসলাম রাজু প্রমুখ।
কাউনিয়ার কৃতি খেলোয়াড় সফিকুল আলম সফির পরিচালনায় অনুষ্ঠিত মনোমুগ্ধকর উদ্বোধনী খেলায় স্বাগতিক টেপামধুপুর ইউনিয়ন দলকে পরাজিত করে শক্তিশালী হারাগাছ পৌরসভা দল।
টুর্নামেন্টে উপজেলার একটি পৌরসভাসহ ৬ ইউনিয়নের মোট ৭টি দল অংশ নিচ্ছে। আগামী ৩ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

