হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা ( নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় পূবালী ব্যাংক পিএলসি নজিপুর উপ-শাখার গ্রাহকদের সুবিধার্থে নূর মার্কেটে এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১ টায় এটিএম বুথের উদ্বোধন করেন পূবালী ব্যাংক বগুড়া অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক এএসএম রায়হান শামীম।তিনি বলেন গ্রাহকদের সুবিধার্থে আরও এটিএম বুথ বসানো হবে।পূবালী ব্যাংকের এটিএম বুথের বিশেষ সুবিধা টাকা জমা ও উত্তোলন করা যায়।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের বগুড়া অঞ্চলের সহকারী মহা-ব্যবস্থাপক আবু জাফর মো.রাকিবুল্লাহ,মহাদেবপুর শাখার প্রধান মো.হুমায়ন কবির তালুকদার,নজিপুর উপ-শাখার ব্যবস্থাপক মো.মহব্বত আলীসহ শাখার কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

