খুলনা প্রতিনিধি
খুলনা জেলার কয়রা উপজেলার ২ নম্বর কয়রা মালীবাড়ি এলাকায় আফরিন (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে নিজ বাড়ির আঙিনায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত আফরিন ওই এলাকার আছাদুল মালীর মেয়ে। পরিবারের লোকজন সকালে ঘরের পাশে কাঠের খুঁটির সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে কয়রা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, যে খুঁটিতে দড়ি বেঁধে ঝুলে ছিল সেটি আফরিনের উচ্চতার চেয়ে নিচু ছিল। ফলে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা—তা নিয়ে এলাকাবাসীর মনে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “ঘটনাটি দেখে আমাদের সন্দেহ হচ্ছে। এমন উচ্চতায় কেউ কীভাবে ঝুলে আত্মহত্যা করতে পারে?”এ বিষয়ে কয়রা থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন বলেন,
“এটি আত্মহত্যা না হত্যা—এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।”
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আফরিনের মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করে বিষয়টি গভীরভাবে তদন্তের দাবি জানিয়েছেন।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                 
                                 
                                 
                                