আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনিতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সমবায় অফিসার সন্ন্যাসী কুমার মন্ডল।
ইউসিসিএ’র সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফয়সাল আহমেদ। সহকারী শিক্ষক উত্তম কুমার মন্ডলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা হিসাব রক্ষণ অফিসার মোমিন আহমেদ, প্রভাষক জাহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আকবর হোসেন ও আইডিয়ালের সুব্রত কুমার বাছাড়। সবশেষে ৯টি সমবায় সমিতিকে ক্রেষ্ট প্রদান করা হয়।

