Nabadhara
ঢাকারবিবার , ২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দাউদকান্দিতে ট্রাভেলারের সব লুটে নিল ছিনতাইকারী

Link Copied!

হোসাইন মোহাম্মদ দিদার(দাউদকান্দি) কুমিল্লা

দাউদকান্দিতে এক ট্রাভেলারকে ছুরি দিয়ে ভয়ভীতি দেখিয়ে সর্বস্ব লুটে নেওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে টোলপ্লাজা এলাকায় শনিবার(১ নভেম্বর) আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে।

এবিষয়ে ভুক্তভোগী রিহাব ঐদিন রাতে দাউদকান্দি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পেয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) জুনায়েত চৌধুরী ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠান।

অভিযোগ সূত্রে জানা যায়, রিহাব একজন শিক্ষার্থী। তার বাড়ি নওগাঁ এলাকায়। সে পায়ে হেঁটে তেতুলিয়া থেকে টেকনাফ যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন ১৫ দিন আগে। দাউদকান্দি এলাকার টোলপ্লাজায় পৌঁছলে  এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

এদিকে স্থানীয় গণমাধ্যম কর্মী তৌফিক রুবেল, সমাজকর্মী আবু সাঈদ ও লোকমান হোসেন তাকে( ভুক্তভোগী) সহযোগীতা করে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে একটি পোষ্ট দেন। দাউদকান্দি মডেল থানার অফিসার-ইন-চার্জ(ওসি) জুনায়েত চৌধুরী জানান, এক ট্রাভেলারের ছিনতাইয়ের ঘটনায় আমি অভিযোগ পেয়েছি। এটা দুঃখজনক। এ বিষয়ট আমরা খতিয়ে দেখছি।

এ নিয়ে তার(ভুক্তভোগী)  নিজস্ব ফেসবুক ওয়ালে একটি আবেগঘন পোষ্ট দেন তা পাঠকের উদ্দেশ্যে তুলে ধরা হলো”
ডে ১৭: আজকে ৪৯ কিলোমিটার ট্র্যাক এর রাস্তা ছিলো ঢাকা-দাউদকান্দি পর্যন্ত।(কেউ প্রমাণ চাইলে হয়তো দিতে পারবোনা, প্রমাণ সন্ধ্যা ৬ টা পর্যন্ত ছিলো। ৬ টার পরে থেকে আর নাই। সামনেও হয়তো কেউ চাইলে দিতে পারবোনা।)

আজকে আমার যা ছিল সবকিছু হারিয়ে ফেলেছি। এখন আছে বলতে একটাই জিনিস এইটা হইলো অনেক অনেক অনেক মনোবল, যেইটা আমি নিয়ে বের হইছিলাম ১৫ তারিখ এ।

আমি জাস্ট এইটা শেষ করতে চাই, যতো যাই হয়ে যাক আমি এইটা শেষ করবো। আমার কাছে এখন আর হারানোর মতো কিছু নেই। লস্ট এভরিথিং, এভরিথিং।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।