Nabadhara
ঢাকারবিবার , ২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মান্দায় প্রকল্প বাস্তবায়নের নামে অর্থ হরিলুটের অভিযোগ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নভেম্বর ২, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় বার্ষিক উন্নয়ন তহবিলের (এডিবি) আওতায় তিনটি প্রকল্প বাস্তবায়নের নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। কাগজপত্রে এসব প্রকল্পের কাজ সম্পন্ন দেখানো হলেও বাস্তবে কোনো কাজের অস্তিত্ব পাওয়া যায়নি।

 

জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে এডিবির আওতায় উপজেলার পাঁজরভাঙা বিশ্ববাঁধ থেকে ছাদের বাড়ি পর্যন্ত রাস্তা সিসিকরণের জন্য ৩ লাখ টাকা, প্রসাদপুর বাজার এলাকায় পানি নিষ্কাশনের ড্রেন সংস্কারের জন্য ৩ লাখ টাকা এবং তেঁতুলিয়া ইউনিয়নে রাস্তার দু’পাশে ঔষুধি গাছের চারা রোপণের মাধ্যমে বনায়নকরণের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। উপজেলা এলজিইডি অফিসের তালিকায় প্রকল্পগুলো যথাক্রমে ৫৬, ১২৬ ও ১৩৯ নম্বরে অন্তর্ভুক্ত রয়েছে।

 

কাগজপত্র অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বর মাসে উপজেলা পরিষদের বিশেষ সভায় রাস্তা সিসিকরণ ও ড্রেন সংস্কার প্রকল্প অনুমোদন দেওয়া হয়। পরে ২০২৫ সালের মার্চ মাসের সভায় বনায়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

 

তবে সরেজমিনে গিয়ে দেখা গেছে, এসব প্রকল্পের কোনো কাজই বাস্তবে হয়নি। প্রসাদপুর বাজারের ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক ও আবুল কালাম আজাদ জানান, “বাজারের ড্রেনটি বহু বছর আগে নির্মিত হলেও এরপর আর কোনো সংস্কার হয়নি। বৃষ্টির সময় রাস্তা তলিয়ে যায়, দোকানে পানি ঢোকে।”

স্থানীয় মুড়ি বিক্রেতা গৌতম কুমার বলেন, “আমি বহু বছর ধরে এই ড্রেনের পাশে দোকান করছি। কোনো সংস্কার কাজ চোখে পড়েনি। এটা স্পষ্টতই শুভঙ্করের ফাঁকি।”

অন্যদিকে পাঁজরভাঙা বাজারে বিশ্ববাঁধ থেকে ছাদের বাড়ি পর্যন্ত রাস্তার কোনো অস্তিত্বই পাওয়া যায়নি এবং তেঁতুলিয়া ইউনিয়নের রাস্তায় বনায়ন কাজেরও কোনো হদিস মেলেনি।

উপজেলা প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, পাঁজরভাঙা এলাকার রাস্তার কাজ টেন্ডারের মাধ্যমে, প্রসাদপুরের ড্রেন সংস্কার আরএফকিউ পদ্ধতিতে এবং তেঁতুলিয়া ইউনিয়নের বনায়ন কাজ পিআইসির মাধ্যমে বাস্তবায়ন দেখানো হয়েছে। তবে কে এই কাজগুলো সম্পন্ন করেছে—এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি সংশ্লিষ্ট এলজিইডি কর্মকর্তারা।

তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল বলেন, “রাস্তার পাশে বনায়নের কাজ উপজেলা থেকে করা হয়েছে। আমাকে কিছু জানানো হয়নি।”

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আবু সায়েদ বলেন, “আমি এ উপজেলায় যোগদানের আগেই এসব কাজ সম্পন্ন হয়েছে। কাগজপত্র না দেখে মন্তব্য করা সম্ভব নয়।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, “প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত থাকলে কাজ হওয়ার কথা। বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।