খুলনা প্রতিনিধি
কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের নির্দেশে খুলনার তেরখাদা উপজেলা বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে টিএনটি চত্বরেএসে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, আর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফ এম হাবিবুর রহমান।
সমাবেশে বক্তৃতা করেন বিএনপি নেতা মোল্যা মাহাবুবুর রহমান, সরদার আব্দুল মান্নান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোঃ মিল্টন হোসেন মুন্সী, এ্যাড. শহীদুল ইসলাম, শেখ আজিজুর আজিবার, আবুল হোসেন বাবু প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি কোহিনুর বেগম, সাধারণ সম্পাদক ফাতেমা বেগম, সাংগঠনিক সম্পাদক বিথি আক্তার, ইউনিয়ন বিএনপি নেতা মোঃ ইউসুফ মোল্যা, মোঃ ইবাদ সিকদার, ফেরদৌস মেম্বার, কৃষক দলের আহ্বায়ক রাজু চৌধুরী, সদস্য সচিব সাবু মোল্যা, মৎস্যজীবি দলের সভাপতি আব্দুল লতিফ মোল্যা, সম্পাদক রাসেল ফকির, যুবদল নেতা আবু দারদা, আলী আকবার, চৌধুরী মেহেদী হাসান, মোজাম্মেল মুন্সী, কালাম ফারাজি, শফিকুল মোল্যাসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।
বক্তারা বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। তারা সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশ শেষে এক প্রাণবন্ত ও উচ্ছ্বসিত পরিবেশে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে শ্লোগানে মুখরিত হয়ে তেরখাদা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

