শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
“স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই” প্রতিপাদ্যে- রাজবাড়ীর গোয়ালন্দে এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৯ শিক্ষার্থীকে সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ হলরুমে ‘স্বপ্ন কুড়ি সামাজিক সংগঠন’ নামের একটি সংগঠন এ সম্মাননা প্রদান করে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান ও গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ আবদুল্লাহ্ আল মামুন।
সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সামছুন নাহার ছিদ্দিকা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সংবর্ধনা পাওয়া ৯ শিক্ষার্থী হলেন লিয়া আক্তার, খাদিজা আক্তার রুনা,মিথিলার আক্তার, তন্বী দাস,মিতালি আক্তার,শারমিন আক্তার, চাঁদনী আক্তার, স্নিগ্ধা দাস এবং আনিছা আক্তার। সংগঠনের সদস্য ফাহিম হাসান হিমেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
সরকারি কামরুল ইসলাম কলেজের অধ্যাপক আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক নজির হোসেন মোল্লা, স্বপ্ন কুঁড়ি সামাজিক সংগঠনের উপদেষ্টা সানোয়ার আহমেদ, চেয়ারম্যান আবু সাঈদ মন্ডল,সদস্য নাহিদুল ইসলাম, আকিব সরদার, আজম, পিয়াল, মাহিম, রিফাত সরদার , সাগর, সাহস, মোতাহের হোসেন সুমন, গণমাধ্যমকর্মী কোমলমতি শিক্ষার্থী ও কলেজের অন্যান্য শিক্ষক মন্ডলী।
সংগঠনের চেয়ারম্যান আবু সাঈদ মন্ডল বলেন, আমাদের সংগঠনটি সম্পূর্ণ অলাভজনক ও অরাজনৈতিক একটি সংগঠন। যে সংগঠনটি বিভিন্ন সময়ে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, রক্তদান, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং শিক্ষা উপকরণ দেয়াসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত রয়েছে।

                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    