Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ-২ (পত্নীতলা, ধামইরহাট) আসনে বিএনপির মনোনয়ন পেলেন শামসুজ্জোহা খান, কর্মীদের মধ্যে স্বস্তির আনন্দ

Link Copied!

হাসান শাহরিয়ার পল্লব,পত্নীতলা(নওগাঁ)প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ২৩৭ প্রার্থীর তালিকায় ৪৭ নওগাঁ -২ (পত্নীতলা- ধামইরহাট)- আসনে দলীয় মনোনয়ন বিএনপির দলীয় প্রার্থী হিসাবে বিএনপির কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ- ২ আসনের সাবেক তিনবারের বিজয়ী শামসুজ্জোহা খান জোহার নাম ঘোষণা করেন।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেন।
দলীয় সূত্র জানায়, দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূল পর্যায়ে সক্রিয়তা বিবেচনায় কেন্দ্রীয় বিএনপি এবার সামসুজ্জোহা খান কে বিবেচনা করেছে। স্থানীয় রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা, কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং জনগণের আস্থা তাঁকে প্রার্থিতায় এগিয়ে রেখেছে।

মনোনয়ন ঘোষণার পর পত্নীতলা ও ধামোইরহাট উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও সমর্থনের বার্তায় ভরে উঠেছে ফেসবুকের দেয়াল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে নওগাঁ-২ আসনে বিএনপি প্রার্থী শামসুজ্জোহা খান ও জামাতে ইসলামের মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের এলাকায় ব্যাপক গণসংযোগ এর মাধ্যমে একটি অবস্থান তৈরি হওয়াতে এবং আওয়ামী লীগ নেতৃত্বের অনুপস্থিতিতে মাঠের রাজনীতির চিত্র এবার একেবারেই ভিন্ন রূপ ধারণ করতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।