Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ আগস্ট ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে গুরুতর জখম

Bayzid Saad
আগস্ট ২৪, ২০২১ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

নবধারা প্রতিনিধিঃ

গোপালগঞ্জে মনিরুল ইসলাম (৩৮) নামে এক পুলিশ কর্তকর্তাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৩ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে গোপালগঞ্জ শহরের মৌলভীপাড়া ব্রিজের উপরে ডিএসবির এএসআই মনিরকে এলোপাতারি কুপিয়ে আহত করে।

পুলিশ জানায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে ফকির কান্দি ও হরিদাশপুর গ্রামের সাথে মৌলভীপাড়া এলাকার লোকজনের সংঘর্ষ হয়। এ ঘটনার জের ধরে রাতে দু’গ্রামের মধ্যে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় ডিএসবির এএসআই মনিরুল ইসলামকে মৌলভীপাড়া ব্রিজের উপরে একা পেয়ে দুর্বৃত্তরা এলোপাতারি কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ খবর পেয়ে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খাইরুল আলম সহ পুলিশের উর্ধ্বতণ কর্মকর্তারা হাসপাতালে আসে। পরে তার চিকিৎসার দ্রুত ব্যবস্থা করেন।

এসময় সাংবাদিকদের কাছে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, অপরাধী যেই হোক তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। বিস্তারিত আপনাদের পরে জানাতে পারবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।