Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ডাকাত রবিউলের শাস্তির দাবিতে মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধি 
নভেম্বর ৪, ২০২৫ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি 

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাশিড়া বাজারে ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগে রবিউল ইসলাম ও তার পরিবারের সদস্যদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে কাশিড়া বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, ২০১৭ সালে কাশিড়া বাজারে সংঘটিত ১৪টি দোকান ডাকাতির ঘটনায় দ্বিতীয় আসামি ছিলেন রবিউল ইসলাম। তিনি বগুড়ার আদমদীঘি থানার ডাকাতি মামলা ও জয়পুরহাট সদর থানার অস্ত্র মামলারও আসামি ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি এলাকায় ফিরে এসে তিনি আবারও চাঁদাবাজি, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে আতঙ্কিত করছেন।

 

বক্তারা আরও বলেন, সম্প্রতি কাশিড়া বাজারের ব্যবসায়ী হান্নান মণ্ডলের দোকানে চুরির পর রবিউল নিজেই সিসি ক্যামেরার ফুটেজ দেখতে আসে। সন্দেহজনক আচরণে প্রশ্ন করলে সে সাত দিনের সময় নেয় চুরি হওয়া মাল ফেরত দেওয়ার জন্য। কিন্তু পরবর্তীতে স্থানীয় মেম্বার, বনিক সমিতির সভাপতি ও কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান ডাকাত রবিউলকে আশ্রয় দিচ্ছেন। তবে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। একটি মহল আমার সুনাম নষ্ট করার ষড়যন্ত্র করছে।”

 

স্থানীয়রা প্রশাসনের কাছে রবিউল ইসলাম ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।