Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ আগস্ট ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে উদ্দীপন এর চালিতাখালী শাখা ও কৃষি প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

Bayzid Saad
আগস্ট ২৪, ২০২১ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধিঃ

দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের পাশাপাশি জলবায়ু পরিবর্তন, শিশু ও যুব ক্লাব, স্বাস্থ্য পুষ্টি ও কৃষি উন্নয়ন কর্মসূচী সহ বিভিন্ন সামাজিক প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপন। ইউনিয়ন পরিষদ ধরে গ্রামে গ্রামে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌছে যাবে উদ্দীপনের কার্যক্রম।

তারই ধারাবাহিকতায় আজ পিরোজপুর জেলার সদর উপজেলায় ১নং শিকদার মল্লিক ইউনিয়ন এর চালিতাখালী গ্রামে উদ্দীপন চালিতাখালী শাখা ও কৃষি প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়।

পিরোজপুর অঞ্চল এর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ কাইয়ুম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক তুষার কান্তি মজুমদার, বিশেষ অতিথি পিরোজপুর জোন এর জোনাল ব্যবস্থাপক জনাব মো. মিজানুর রহমান।

অমিত বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক বাপ্পি কুমার নন্দী, জোনাল অফিস হিসাব রক্ষক মোঃ নাজমুল হুদা এমি সুপারভাইজার মকবুল হোসেন, ওয়াশ কর্মসূচির সাকিল আহম্মেদ।

এছাড়াও  আঞ্চলিক কৃষি প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের প্রকল্প পরিচালক মিরাজ হাওলাদার, চালিতাখালী শাখার ব্যবস্থাপক ফয়জুল ইসলাম সহ উক্ত শাখার গ্রাহক সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গ্রাহকদের মাঝে ঋণ বিতরণের মধ্য দিয়ে উদ্দীপন চালিতাখালী শাখার শুভ সূচনা হয়

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।