জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তের বন্ধন’-এর উপদেষ্টা ও সদস্যরা।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এই সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। রক্তের বন্ধনের সভাপতি হাসান আলীর নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল এতে অংশ নেয়।
এ সময় অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীর সংগঠনের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। প্রতিনিধি দল তাকে অবহিত করেন যে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কলেজের অধ্যক্ষ সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন। অধ্যক্ষ সংগঠনের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
রক্তের বন্ধনের উপদেষ্টা সহযোগী অধ্যাপক মো. রেজাউল করিম, সহকারী অধ্যাপক মো. আমানুল্লাহ আল মারুফ ছাড়াও প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফাহরিয়া জান্নাত বৃষ্টি, সাধারণ সম্পাদক মো. হামিদুল হক সীমান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ মন্ডল ও মাসুদ রানা, কোষাধ্যক্ষ কাওসার মিয়া, দপ্তর সম্পাদক আয়নাল হক আকাশ, কার্যনির্বাহী সদস্য আসমাউল আসিফ, কলেজ শাখার সভাপতি মোখলেছুর রহমান, সহ-সভাপতি রুমানা আক্তার তৃণা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাফি নয়ন, সদস্য সাইফুল্লাহ এবং হটলাইন উপকমিটির সদস্য শাহাদাত হোসেন সেলিম।

