Nabadhara
ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে আরাফাত-নোমান

জাহিদুল ইসলাম রিফাত, জবি প্রতিনিধি
নভেম্বর ৫, ২০২৫ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

জাহিদুল ইসলাম রিফাত, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন (২০২৫-২৬) কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী আরাফাত চৌধুরী নিলয় এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের একাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নোমান।

উপদেষ্টা মণ্ডলীর সম্মতিক্রমে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেয়া হয়।

পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মীর মো. রায়হান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রাকিব রাজ; সহ-সভাপতি তাগরিদ ইসলাম ইমা, আহসানুল হক আবির, রিজা আক্তার; যুগ্ম সাধারণ সম্পাদক তাজবির আহমেদ, তাবাসসুম আক্তার ও চয়ন শিকদার মনোনীত হয়েছেন।

কমিটিতে মূখ্য সাংগঠনিক হিসেবে আছেন: মো. ফরহাদ (ব্যবসায় শিক্ষা অনুষদ),ফাবিহা ইসলাম (বিজ্ঞান অনুষদ), রেজাউল মোস্তফা সাজিদ (সামাজিক বিজ্ঞান অনুষদ), রাকিবুল করিম (কলা অনুষদ), মো. জুনায়েদ (আইন অনুষদ) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে তানভীর আজীজ, আসরাফুল ইসলাম, জিসাদুল ইসলাম, মো. নাবিল হোসেন, অবন্তী রায়, তাসনিম মাহদী মাহিন ও নাহিদুল ইসলাম মনোনীত হয়েছে।

এছাড়াও কমিটিতে প্রচার সম্পাদক ইকবাল হোসেন, অর্থ সম্পাদক আবু শাহ রিয়াজ অনিক, ক্রীড়া সম্পাদক সিরাজ দুল্লাহ, সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মিশকাত, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক হৃদয় ভূঁইয়া মনোনীত হয়।

নবনির্বাচিত সভাপতি আরাফাত চৌধুরী নিলয় বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বীর চট্টলার সোনালী সন্তানদের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার সংগঠন ‘চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদ’-এর সভাপতি হিসেবে আমাকে নির্বাচিত করায় আমি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি সংগঠনের সকল অংশীজনকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে জেলার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি, সংগঠনের নবীন সদস্যদের পেশাগত ও কারিগরি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সংগঠনের অনুষ্ঠানমালায় কিছুটা নতুনত্ব আনার পরিকল্পনা রয়েছে আমার।’

নবনির্বাচিত সম্পাদক বলেন, জবিস্থ চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারা আমার জন্য আনন্দের। আমি তাদের প্রয়োজনে পাশে ছিলাম এখন সাংগঠনিক ভাবে পাশে থাকার সুযোগ সৃষ্টি হয়েছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো তাদের জন্য কাজ করে যাওয়ার। জেলা ছাত্রকল্যাণের সকল প্রতিবন্ধকতা গুলো শনাক্ত করে সংগঠনকে আরও গতিশীল করাই আমাদের লক্ষ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।