Nabadhara
ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দেশবাসী দাড়ি পাল্লায় ভোট দিয়ে জামায়াতকে ক্ষমতায় আনবে: শেখ মনজুরুল হক রাহাদ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
নভেম্বর ৫, ২০২৫ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক কর্মী সমাবেশে দলটির বাগেরহাট-১ (বাগেরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনের মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ বলেছেন, “বিগত সরকারগুলো অনিয়ম, দুর্নীতি, ঘুষ ও লুটপাটের মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। জনগণ এসব অপশাসন থেকে মুক্তি চায়। ইনশাআল্লাহ, আসন্ন জাতীয় নির্বাচনে দেশবাসী দাড়ি পাল্লায় ভোট দিয়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ন্যায়ভিত্তিক সরকার প্রতিষ্ঠা করবে।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী মহান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কোনো হুমকি, ধমকি কিংবা ফাঁকা বুলি দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। আমাদের সংগ্রাম আল্লাহভীতির ওপর প্রতিষ্ঠিত—ন্যায়, ইনসাফ ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দেড় বোয়ালিয়া এলাকায় মীর মিজানুর রহমান বাবুলের বাড়ির ফাঁকা মাঠে দেড় বোয়ালিয়া হালিমপুর ইউনিট শাখার উদ্যোগে অনুষ্ঠিত ওই কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শেখ মনজুরুল হক রাহাদ।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মোল্লাহাট উপজেলা জামায়াতের আমীর হাসমত আলী সরদার, নায়েবে আমীর হাফেজ আব্দুস সবুর, সেক্রেটারি হাফেজ মো. হেদায়েত উল্যাহ ও সহকারী সেক্রেটারি হাফেজ নাজমুল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদয়পুর ৮ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফেজ সিরাজুল ইসলাম এবং সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনা করেন ইউনিট শাখার সভাপতি মীর মিজানুর রহমান বাবুল।

সমাবেশে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি রনো কুমারসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করা। জামায়াতে ইসলামীই জনগণের সেই আশার ঠিকানা, যারা ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।

শেষে শেখ মনজুরুল হক রাহাদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাড়ি পাল্লা প্রতীকে ভোট দিয়ে “ইসলামী কল্যাণভিত্তিক রাষ্ট্র” গঠনের আহ্বান জানান।

সমাবেশে ইউনিট ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। পুরো মাঠ ছিল দাড়ি পাল্লা প্রতীকের স্লোগান ও ইসলামী শাসন প্রতিষ্ঠার আহ্বানে মুখরিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।