Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মাদকবিরোধী প্রতিবাদে ক্ষোভ: কুলিয়ারচরে মধ্যবয়সী ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দিলো মাদকসেবিরা

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
নভেম্বর ৬, ২০২৫ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদক ব্যবসা ও সেবনের প্রতিবাদ করায় মুর্শিদ মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে নির্মমভাবে কুপিয়ে পুরুষাঙ্গ কেটে দেয় স্থানীয় একদল মাদকসেবী। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি এলাকার দাগু শাহ মাজার সংলগ্ন ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত মুর্শিদ মিয়া পূর্ব তারাকান্দি গ্রামের মৃত নাদিরুজ্জামানের ছেলে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে আহতের ভাই আসাদ মিয়া বাদী হয়ে ৬ জনকে আসামি করে কুলিয়ারচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন-পশ্চিম তারাকান্দি গ্রামের বাসির মিয়া (৩০), ওয়াসিম মিয়া (২৫), মামুন মিয়া (৩০), আরমান মিয়া (২৫), স্বপন মিয়া (২০) ও টুটুল মিয়া (১৮)।

অভিযোগে উল্লেখ করা হয়, আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সেবনে জড়িত। মুর্শিদ মিয়া বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে তারা ক্ষুব্ধ হয়। বুধবার সন্ধ্যায় মুর্শিদ মিয়া দাগু শাহ মাজারের পথে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাকে ঘিরে ফেলে। একপর্যায়ে তাকে বেধড়ক মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে পুরুষাঙ্গ কেটে দেয়। পরে তার কাছে থাকা নগদ ১৫ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেয় তারা।

কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার জানান, আহতের পুরুষাঙ্গে গুরুতর জখম হয়েছে, আটটি সেলাই দেওয়া হয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র পাঠানো হবে।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, “ঘটনাটি অত্যন্ত নৃশংস। ভুক্তভোগীর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে মামলা (নং-০৩) রুজু করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।”

স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এমন জঘন্য হামলায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এলাকায় আইনের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।