Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন কলেজ শিক্ষিকা

ঝিনাইদহ প্রতিনিধি
নভেম্বর ৬, ২০২৫ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

জনবল সংকটে যখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অস্বাস্থ্যকর তখন নিজ উদ্যোগে পরিস্কারের জন্য এগিয়ে আসলেন শাহানা পারভীন নামের এক কলেজ শিক্ষিকা। ঘটনাটি বৃহস্পতিবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

নিজে ও হরিজন সম্প্রদায়ের একদল পরিচ্ছন্নতাকর্মীর সহযোগীতায় এ কার্যক্রম পরিচালনা করেন তিনি। শাহানা পারভীন শৈলকুপার জরিপ বিশ্বাস ডিগ্রী কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। তার এ উদ্যোগকে স্বাগত জানান চিকিৎসা নিতে আসা রোগী ও তার স্বজনরা।

সহকারী অধ্যাপক শাহানা পারভীন বলেন, তিনি কয়েকদিন আগে তার কন্যাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। দেখেন প্রতিটা ওয়ার্ড ও বাথরুম এতো নোংরা তা ব্যবহারের অনুপযোগী। সেখানে রোগী ভালো হওয়াতো দুরের কথা আরো রোগ জীবাণু নিয়ে বাড়ি ফিরবে। তাই তিনি নিজ উদ্যোগে ২০ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়ে সমস্ত হাসপাতাল পরিস্কার করছেন।

এটা যদি অন্যান্য নাগরিকরা অব্যাহত রাখেন তাহলে তাদের স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্যকর হয়ে উঠবে।
রোগীর স্বজন ৭নং হাকিমপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে এসে দেখেন একজন শিক্ষিকা নিজ উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করছেন। স্বাস্থ্য কমপ্লেক্সটি সব সময় নোংরা হয়ে থাকে। এ অপরিস্কার স্বাস্থ্য কমপ্লেক্স নিজ উদ্যোগে পরিস্কার করে দেওয়া এর থেকে বড় মানবিক কাজ কি আর হতে পারে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা মহিলা ওয়ার্ডের রোগী রেনজনা খাতুন বলেন, হাসপাতালের সব কিছুই ব্যবহারের অনুপযোগী। এ অবস্থায় দেখলেন একজন শিক্ষিকা অনেক লোকজন নিয়ে এসে পরিস্কার করছেন। এখন তাদের ভালো লাগছে।

একজন শিক্ষিকার নিজ উদ্যোগে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কারের কার্যক্রম নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট লেগেই আছে। ৫ পরিছন্নতাকর্মীর মধ্যে আছে ২জন। প্রতিদিন ওয়ার্ডে ভর্তি থাকে এক থেকে দেড় শতাধিক রোগী। রোগী ও তাদের স্বজনদের পদচারণায় যে ধরনের অপরিস্কার হয় ২ জন পরিছন্নতাকর্মীর পক্ষে পরিস্কার রাখা অসম্ভব।

এ কারনে শাহানা পারভীন নামের একজন কলেজ শিক্ষক নিজ উদ্যোগে তিনি বৃহস্পতিবার সমস্ত স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কারের ব্যবস্থা করেন। তারমত তিনি অন্যান্য নাগরিকদেরও এধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।